লাভ লেইনে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন লাভ লেইন এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করেন। ঘটনার পরপরই পুলিশ তিন সন্দেহভাজনকে আটক করার দাবি করেছে।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে শহরের লাভ লেইন এলাকায় এই মিছিলটি বের করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, মিছিলে প্রায় ১২ থেকে ১৫ জন সদস্য অংশ নেন, যা এক থেকে দেড় মিনিট স্থায়ী ছিল। সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, অন্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট ভিডিওতে দেখা গেছে সংগঠনটির প্রায় ১৫ জন সদস্য ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল: “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা ফিরে আসবে, বাংলাদেশ আবার জাগবে” এবং “আমরা অবৈধ সরকারকে স্বীকার করি না।”

উল্লেখ্য, ৫ আগস্টের আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে ছাত্র সংগঠন ছাত্রলীগকে সেপ্টেম্বর মাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষিদ্ধ হওয়ার পর সংগঠনটি হঠাৎ হঠাৎ মিছিল বের করে। প্রথম মিছিলটি হয় ১৯ অক্টোবর মধ্যরাতে, শহরের জামাল খান এলাকায়। কয়েকদিন পর প্রবর্তক এলাকায় আরেকটি মিছিল করে তারা।

এছাড়া, ১৭ এপ্রিল তারা বহদ্দারহাট এলাকায় একটি মিছিল করে, যার পরপরই পুলিশ পাঁচজন সন্দেহভাজনকে আটক করে।

সাম্প্রতিক সময়ে এই ধরনের মিছিলের ঘটনা বাড়ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে মিছিলে জড়িত বেশ কয়েকজনকে আটক করতে পেরেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top