চাটগাঁ নিউজ ডেস্ক: লাখো ভক্তের জিকিরে উন্মাতাল মাইজভান্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আযম হজরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)-এর ১১৯তম ওরশ শরীফ। আজ ২৪ জানুয়ারি শুক্রবার ১০ মাঘ চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে। ওরশ উপলক্ষে ১০দিন ব্যাপী অনুষ্ঠানমালা আজ শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইজভান্ডার তরিকার লাখো ভক্ত আশেক জাতি ধর্ম নির্বিশেষে জমায়েত হয়েছেন ভান্ডারে।
এর আগে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বা’দ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস্ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। রওজায় গিলাপ চড়ান গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
আজ শুক্রবার সকাল ৮টায় রওজা শরিফে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, তাওয়াল্লোদে গাউসিয়া পাঠ ও মিলাদ অনুষ্ঠিত হয়। রাত ১২টায় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
এদিকে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ওরশ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে।
এছাড়াও গাউসিয়া হক মন্জিল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আশেক-ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা নাজিরহাট ঝংকার মোড় হতে মাইজভাণ্ডার দরবার শরিফের পুরো এলাকাজুড়ে দায়িত্ব পালন করছেন।
চাটগাঁ নিউজ/ইউডি