লাইসেন্স ছাড়া পানি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পোল এলাকায় লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পানি বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএসটিআই’র বিভাগীয় অফিসের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। যেখানে অনুমোদন ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে বোতলজাত পানি বাজারজাত করার দায়ে লাইফ ফিল ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বিএসটিআই থেকে অনুমোদন বা সিএম লাইসেন্স গ্রহণ না করেই বাজারে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার সরবরাহ করছিল বলে জানা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রাম অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আলী আকবর সোহেল।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম)রাশেদ আল মামুন ও পরিদর্শক (মেট)বুলবুল আহমেদ জয়।

বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রাম জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। বিএসটিআই কর্তৃপক্ষ সকল ব্যবসা প্রতিষ্ঠানকে আইন মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে।

লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠান যদি বিএসটিআই-এর মানচিহ্ন ব্যবহার করে বা নিয়ম ভঙ্গ করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ

Scroll to Top