পড়া হয়েছে: ৬৭
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে লাইসেন্স ও অবৈধ পার্কিংয়ের দায়ে ছয়টি মোটরসাইকেলের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, লাইসেন্স ও অবৈধ পার্কিংয়ের দায়ে ছয়টি মোটরসাইকেলের চালককে জরিমানা করা হয়। এছাড়া পৌরবাজারের ফুটপাত দখলমুক্ত করে সতর্ক করা হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা জানান, যত্রতত্র পার্কিং ও ব্যবসায়ীদের ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় তীব্র যানজটের ফলে জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়। সকল ধরনের যান চালক, দোকান মালিকদেরকে এরূপ প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ