লটারিতে কর্মস্থল ঠিক হলো কর্মকর্তাদের

চট্টগ্রাম জেলা প্রশাসন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে এসব কর্মকর্তাকে এভাবেই কর্মস্থল ঠিক করে দেন জেলা প্রশাসক ফরিদা খানম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান কর্মস্থলে তিন বছর অতিক্রম করেছেন এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে উন্মুক্ত লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে চেষ্টা করেছি। সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হয়েছে। আমরা আশা করছি, কর্মকর্তারা মানুষকে আন্তরিকতার সঙ্গে সেবা দেবেন।’

পদায়ন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top