‘লকডাউন’ আতঙ্ক— শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে অভিভাবকদের ভয়

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। নিরাপত্তা শঙ্কায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনেক অভিভাবক সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে সংশয়ে রয়েছেন। তবে চট্টগ্রামের সব স্কুল খোলা থাকছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১২ নভেম্বর) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

অভিভাবকরা জানান, ১৩ নভেম্বর ঘিরে সবার মধ্যেই উদ্বেগ ছড়িয়েছে। গত দুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এসব কারণে তারা উদ্বিগ্ন। রাজনৈতিক অস্থিরতায় সন্তানকে নিয়ে স্কুলে যাতায়াতে ভয় পাচ্ছেন তারা।

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ ও সেন্ট মেরীস স্কুলের একাধিক অভিভাবক চাটগাঁ নিউজে ফোন করে জানতে চেয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো ঘোষণা দেয়া হয়েছে কীনা? তারা কাল বৃহস্পতিবার লকডাউন ঘিরে খুব আতঙ্কে আছেন। স্কুল খোলা থাকলেও সন্তানদের স্কুলে পাঠাবেন কীনা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন।

এদিকে, অভিভাবকদের উদ্বেগ থাকলেও রাজনৈতিক ও প্রশাসনিক চাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারছে না কর্তৃপক্ষ। তবে সরকার থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামরা সচল রাখা, অপরিচিত লোকজনের আনাগোনা দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করাসহ সর্তক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৩ নভেম্বর ঘিরে অনেক অভিভাবক আতঙ্কে আছেন। অনেকে স্কুল বন্ধ রাখার দাবি তুলেছেন। কিন্তু সরকার না বললে স্কুল বন্ধ দেয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া আর কয়েকদিন পর বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে, এ মুহূর্তে শিক্ষার্থীদের কোনো ধরণের ক্ষতি কাম্য নয়।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়া বলেন, ‘কয়েকদিন পরই বার্ষিক পরীক্ষা। এ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক পরিস্থিতি এমন নয় যে, স্কুল বন্ধ রাখতে হবে। অতীতে চরম অনিশ্চয়তার মধ্যেও ক্লাস হয়েছে। সে হিসেবে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছি না।’

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছে। আশা করি, শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ক্লাস করতে পারবে’—বলছেন এ কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top