লংকা টি-টেনে চ্যাম্পিয়ন সাব্বিররা

ক্রীড়া ডেস্ক: ৬০ বল বা দশ ওভারের টুর্নামেন্ট লংকা টি-টেনের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে হাম্বানটোটা বাংলা টাইগার্স। এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী জাফনা টাইটানসকে ২৬ রানে হারিয়েছে বাংলা টাইগার্স। পাল্লেকেলেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ১৩৩ রান করে হাম্বানটোটা বাংলা টাইগার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১০৭ রানে থামে জাফনা টাইটান্স।

ফাইনালে সাব্বির খেললেও একাদশে জায়গা হয়নি মোসাদ্দেকের। এদিন ওয়ান ডাউনে নেমে ২ ছক্কায় ৮ বলে ১৬ রান করেছেন সাব্বির। দুইটি ছক্কাই হাঁকান মালশা থারুপাথির ওভারে। তবে একই ওভারে আরেকটি ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারিতে।

এবারের লংকা টি-টেন লিগে সাব্বির-মোসাদ্দেক ছাড়াও খেলেছেন সাকিব আল হাসান। গতকাল সাকিবদের হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে সাব্বিরদের দল। নিষেধাজ্ঞার কারণে সাকিবকে বল হাতে তেমন একটা দেখা না গেলেও ব্যাট হাতে বইয়েছেন ঝড়। তবুও কোয়ালিফায়ারের বাধা উতড়াতে সক্ষম হয়নি তার দল গলে মার্ভেলস।

টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রান করেছেন সাকিব। ৭ ম্যাচে পাঁচচল্লিশের ওপর গড় নিয়ে ১৩৬ রান করেছেন তিনি। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে সাকিব এই রান করেছেন ২১৬ স্ট্রাইকরেটে। ৫ ম্যাচে সর্বোচ্চ ২০৩ রান করেছেন কুশল মেন্ডিস।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top