র‍্যাব দেখে পালানোর চেষ্টা, ২৯ লাখ টাকার ইয়াবাসহ কারবারি ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা থেকে পাঁচ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম রিফাত উদ্দিন (২১)। তিনি গাজীপুর টঙ্গী এলাকার রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৪ জানুয়ারি) র‌্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

র‍্যাব জানায়, শিকলবাহা এলাকায় র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালালে সে সময় বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে রিফাত।

পরে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে বাসের সিটের নিচে একটি ব্যাগে ইয়াবা রাখার কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসের সিটে রাখা ১টি ব্যাগ থেকে পাঁচ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা বলে জানা যায়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি কক্সবাজার থেকে ইয়াবা কিনে চট্টগ্রামসহ নানা এলাকায় বিক্রি করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top