রোহিঙ্গা শিশু মাটিতে পুঁতে রেখে মুক্তিপণ দাবিকারী সেই যুবক আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :  কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৬ বছরের  এক শিশুকে অপহরণের পর মাটিতে পুঁতে রেখে ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করা রোহিঙ্গা যুবক নূর ইসলামকে (২১) আটক করেছে উখিয়া থানা পুলিশ।

২০ জানুয়ারি (সোমবার) বিকালে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে নূর ইসলামকে (২১) আটক করা হয়েছে। তার পিতার নাম মৃত নুরুল হক।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেইন জানান, ৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪টার পর শিশু আরাকানকে ছোলা-মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায় নুর ইসলাম। তার সঙ্গে ছিলেন মো. সাদেক নামের আরও একজন। তিনি পলাতক রয়েছেন। অপহরণের পর শিশু আরাকানকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে শিশুটির বাবা আব্দু রহমানের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায় তার বাবার কাছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসাইন দাবি করেন, পুলিশের তৎপরতায় ১৭ জানুয়ারি অপহরণকারীরা ভুক্তভোগী আরাকানকে উখিয়ার কুতুপালং বাজারে রেখে চলে যায়।

ঘটনার তিন দিনের মাথায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নুর ইসলামকে আটক করেন উখিয়া থানা পুলিশ।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/ইউডি  

Scroll to Top