রোহিঙ্গা ক্যাম্পে হেডমাঝিকে কুপিয়ে হত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নুর (২৫) নামে এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউপির ওয়ালাপালং গ্রামের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন।

নিহত মোহাম্মদ নুর এম/৩২ ব্লকের আবু সৈয়দের ছেলে। ২০১৭ সালে পরিবারের সঙ্গে মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নুর ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গতকাল মঙ্গলবার রাতে মসজিদে তারাবির নামাজ শেষ করে নিজের ঘরে ফিরছিলেন মোহাম্মদ নুর। পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। গতবছর রমজানেও নুরকে কুপিয়ে ছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে, তবে তদন্তের পর মূল রহস্য জানা যাবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে নুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top