উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় গত ছয় মাসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময়ে ১১টি ক্যাম্পে প্রায় দুই শতাধিক বিশেষ অভিযান চালিয়ে ৫২টি মামলায় ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে: ইউজেটআই সাব মেশিনগান ১টি, পিস্তল ১টি, ওয়ান শুটারগান ৫টি, একনলা বন্দুক ২টি, রিভলবার ১টি, দেশীয় লোহার কিরিচ ১টি, ওয়াকিটকি সেট ১টি।
এছাড়া উদ্ধার করা হয়েছে পিস্তল সদৃশ গ্যাস লাইটার, ট্যাকটিক্যাল বেল্ট, নাইট্রেট ও সোডিয়াম পাউডারসহ অন্যান্য সরঞ্জাম।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৮টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৩০ গ্রাম গাঁজা, ২৪০ গ্রাম ইয়াবার গুঁড়া, ৩ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ১৩ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদ। অভিযানের সময় মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ৫০০ টাকা উদ্ধার এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৫৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অস্ত্র ও মাদকসহ অন্যান্য মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা, অপহরণ, ধর্ষণ, চুরি ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধী চক্রকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
স্থানীয়রা এই অভিযানকে প্রশংসা করেছেন। রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ও পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেছেন, এই অভিযানের ফলে ক্যাম্প ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে এবং সাধারণ মানুষ স্বস্তি অনুভব করছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন







