রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে তিনটি সিএনজি ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৃথক দুটি অভিযানে অবৈধভাবে চলাচলকারী তিনটি সিএনজি জব্দ এবং ৯০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

রবিবার (১১ জানুয়ারি) সকালে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের উদ্যোগে এফডিএমএন ক্যাম্প-১৯ এলাকায় পরিচালিত অভিযানে আরআরআরসি কর্তৃক অনুমোদনহীনভাবে চলাচলরত তিনটি সিএনজি জব্দ করা হয়।

জব্দকৃত সিএনজিগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৩২) লিপিবদ্ধ করা হয়েছে।

এদিকে, একই দিন দুপুরে টেকনাফ–কক্সবাজার সড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আবদুল্লাহ প্রকাশ মো. ওসমান (১৯) নামের এক যুবককে আটক করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, দেহ তল্লাশির সময় আটক যুবকের বহন করা একটি শপিং ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১৮টি লকযুক্ত এয়ারটাইট প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ যান চলাচল ও মাদক পাচার রোধে ৮ এপিবিএন নিয়মিত অভিযান পরিচালনা করছে। ক্যাম্পের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top