রেল ও সড়কপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে তাদের এই আন্দোলন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নগরীর ২ নম্বর গেটে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় নগরীতে তৈরী হয় ব্যাপক যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পাশাপাশি আটকে রাখা হয় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো-

১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ % ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করতে হবে।

২. জুনিয়র ইন্সট্রাক্টর(টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে।

৩. ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে (এইচএসসি, ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল,টিটিসি শিক্ষার্থী, এইচএসসি বিজ্ঞান + ট্রেড কোর্স )

৪. কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

৫. কারিগরি শিক্ষার প্রচার ও বৃদ্ধির এবং লক্ষে প্রাথমিক বিদ্যালয় কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলী দের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করতে হবে।

৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

এদিকে দীর্ঘক্ষণ ট্রেন আটকে রাখা নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবরোধের কারণে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস বেলা ১২টা থেকে আটকে ছিল। যার কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুরোধ করেছেন, এরপরও তারা ট্রেন ছাড়তে দেয়নি। দুপুর ২টার পর ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top