নিজস্ব প্রতিবেদক : রেল উপদেষ্টার চীন সফরকে কাজে লাগিয়ে অর্ডার অমান্য করে অনৈতিকভাবে কয়েকজন স্টেশন মাস্টারকে বদলি চেষ্টার অভিযোগ উঠেছে রেলওয়ে পূর্বাঞ্চলের চীপ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (সিওপিএস) শহিদুল ইসলামের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে হাতে লেখা এক অফিস আদেশের মাধ্যমে এই বদলির চেষ্টা করেন তিনি।
তবে বিষয়টি রেল উপদেষ্টার নজরে এলে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের নির্দেশনায় আবারও সেই অফিস আদেশ বাতিল করেন সিওপিএস শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ মার্চ) বদলি আদেশের ঠিক ২০ মিনিট পর এই অফিস আদেশটি বাতিল করা হয়।
জানা যায়, বিভিন্ন বিতর্কের কারণে ২০২৪ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার শফিকুল ইসলামকে রেলপথ উপদেষ্টার সরাসরি নির্দেশে শাস্তি স্বরূপ নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশনে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলী) করা হয়।
তবে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রেল উপদেষ্টার চীন সফরে গেলে এই সুযোগকে কাজে লাগাতে চেয়েছিলেন সিওপিএস শহিদুল ইসলাম। ২৬ মার্চ চীন সফরে যান প্রধান উপদেষ্টা।
এই বদলির ঘটনাকে কেন্দ্র করে রেল অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। তবে বদলির কারণ সম্পর্কে জানতে একাধিক বার সিওপিএস শহিদুল ইসলামের মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, স্টেশন মাস্টার শফিকুল ইসলামকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বদলির আদেশ জারি হয়েছিল। তবে বিষয়টি নজরে আসতেই এই বদলির আদেশ আবার বাতিল করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ