নিজস্ব প্রতিবেদক: নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় রেলের জায়গা দখল, জুয়ার বোর্ড দখল ও আধিপত্য বিস্তার নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ নিয়েে এক মাসের ব্যবধানে একই এলাকায় একই ইস্যুতে দ্বিতীয় বার সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুটি গ্রুপ। এতে আহত হয়েছে অন্তত ২ জন।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে সৃষ্ট এই সংঘর্ষে আরিফ ও কাউছার নামে দুই জন আহত হন।
প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে খুলশী থানায় কোন অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। তিনি জানান আমরা সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে কি বিষয়ে সংঘর্ষ সেটি এখন বলতে পারছিনা।
সংঘর্ষের ঘটনা নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহ আলম জানান, সেগুনবাগিচা এলাকায় জুয়ার বোর্ড, রেলের যন্ত্রাংশ চুরি, জায়গা দখল সহ নানা কাজে জড়িত এরশাদ,আলম, ফারুকসহ আরো কয়েকজন। এরা সাবেক কাউন্সিলর ওয়াসিমের অনুসারী। তারা গতকাল রাতে আরিফের উপর হামলা করেছে। আবার আজ বিকালে হামলা শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও এরা এলাকায় সবকিছু নিয়ন্ত্রণ করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
তবে শাহ আলমের অভিযোগের সত্যতা জানতে বিএনপি নেতা মো. ফারুকের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেও কোন জবাব দেননি তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর শনিবার রাতে রেলের খালি জায়গা দখল নিতে খুলশী থানাধীন সেগুনবাগান এলাকার বাগানবাড়িতে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ইয়াছিন ওরফে কালা, এরশাদ, হাসান, নয়ন, আরিফ ও হৃদয় আহত হয়েছিল। তারা সবাই সেগুনবাগান এলাকার বাসিন্দা।
সংঘর্ষের এক পক্ষে রয়েছে স্থানীয় বিএনপি নেতা ফারুকের অনুসারী এরশাদ, হাসানও ইয়াছিন ওরফে কালা। অপর পক্ষে রয়েছে নয়ন,আরিফ,জয়সহ অন্যান্য নেতাকর্মীরা। এ নিয়ে মাসের ব্যবধানে দুই গ্রুপের মধ্যে দ্বিতীয় বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/জেএইচ