রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর নতুন রেলওয়ে স্টেশন থেকে সিআরবি পর্যন্ত রেলওয়ের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ায় সিআরবি এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

এর আগে রেল মন্ত্রণালয় থেকে রেলের জমি দখলকারীদের ৭ দিনের সময়সীমা দিয়ে জায়গা ছাড়ার নোটিশ পাঠানো হয়েছে জানান রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন, পূর্বাঞ্চল রেলওয়ের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দখলমুক্ত করার জন্য গত ১০ ডিসেম্বর রেল মন্ত্রণালয় থেকে রেলের জমি দখলকারীদের ৭ দিনের সময়সীমা দিয়ে জায়গা ছাড়ার নোটিশ পাঠানো হয়। এরপর ধারাবাহিকভাবে আমরা উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ অভিযান সিআরবি থেকে শুরু হয়ে নতুন রেলস্টেশন পর্যন্ত চলবে।

অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top