চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে রেলওয়ে পুলিশ সুপার হাবিবুর রহমানকে সিএমপির উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ উপ-সচিব মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রামের সিএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া একই আদেশে খুলনা কেএমপির শেখ মনিরুজ্জামান মিঠুকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শাকিলা সোলতানা বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত। গত ২৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নগর পুলিশের দক্ষিণ বিভাগের দায়িত্বে থাকা অবস্থায় উপ-কমিশনার শাকিলা সোলতানাকে পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছিল।
পুলিশ কর্মকর্তা শাকিলা সোলতানা সিএমপিতে আছেন চার বছর ৯ মাস। ২০২০ সালের ২৯ জুন থেকে ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত তিনি উপ-পুলিশ কমিশনার (পিওএম-বন্দর) এবং ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ১৪ আগস্ট পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) পদে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৪ আগস্ট থেকে গত বছরের ২৮ নভেম্বর পর্যন্ত তিনি উপ-পুলিশ কমিশনার (বন্দর) পদে কর্মরত ছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ