রেয়াজউদ্দিন বাজারে আগুনে পুড়ে গেছে জুতার দোকান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারে আগুনে পুড়ে গেছে দুইটি জুতার দোকান। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমতল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাত একটায় ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে দুইটি জুতার দোকান পুড়ে গেছে। এতে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া দুই লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top