পড়া হয়েছে: ২৯
চাটগাঁ নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (২৬ মে) সন্ধ্যা থেকে সোমবার (২৭) সকাল পর্যন্ত টানেলে কোন ধরণের যানবাহন চলাচল করবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
রবিবার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।
এ ছাড়া দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
চাটগাঁ নিউজ/এসআইএস