রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে নির্বাচন শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পুনরায় সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক আসলান খাঁন। তিনি ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্ধি আব্দুল মালেক খান পেয়েছেন ৩৬৬ ভোট।
রেডক্রিসেন্ট সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বার জানান, নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ সাতটি পদে দুই হাজার ৯৪৬ জন আজীবন সদস্য ও ৪৩৪ জন বার্ষিক সদস্য ভোটার ছিলেন। যেখানে ভোটারদের প্রত্যক্ষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সেক্রেটারী পদে মো. আসলাম খান, কার্যনির্বাহী সদস্য পদে রাইসুল ইসলাম চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, শহিদুল ইসলাম, ইসমাইল হক চৌধুরী ফয়সাল ও সুগ্রীব মজুমদার দোলন।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন সামনে রেখে সোসাইটি পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গনে হলরুমে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ ছিলো। ভোটকেন্দ্রের বাইরে পছন্দের প্রার্থীর ব্যাজ গলায় ঝুলিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায় প্রার্থীদের কর্মী ও সমর্থকদের। ভোটাররাও ব্যাপক আগ্রহসহকারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। এদিন মোট ১৩ প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট শেষে ফলাফল ঘোষণা করেন ইউনিট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. দিদারুল আলম।