রূপচাঁদার আদলে নকল সয়াবিন তেল ‘চাঁদনী’!
লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে রূপচাঁদার আদলে নকল বোতলজাত সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। যেখানে রূপচাঁদার আদলে ভেজাল সয়াবিন তেল ‘চাদনী’ নামে বিক্রি করছিল তারা।

সোমবার (২৭ অক্টোবর) চান্দগাঁও থানাধীন হামিদচরের নতুন মসজিদ এলাকার রুবেল স্টোরে এই অভিযান চালানো হয়।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া ) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, অভিযানে রুবেল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। পরে অবৈধ ও অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করে ‘চাঁদনী’ নাম দিয়ে ভেজাল সয়াবিন তেল বিক্রির অপরাধে মো. রুবেলকে (৪২) নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ৪৯ পিস ১ লিটার তেলের বোতল, ১ হাজার পিস খালি বোতল এবং ৪ হাজার পিস লেবেলিং স্টিকার জব্দ করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top