‘রুমিন ফারহানা ‍গুণ্ডার মতো ‘আচরণ’ করেছেন’
চট্টগ্রামে এনসিপি নেতা

চাটগাঁ নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ‍গুণ্ডার মতো ‘আচরণ’ করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

এর আগে গতকাল (রোববার) নির্বাচন কমিশনে এনসিপি নেতাদের ওপর হামলা এবং চট্টগ্রামের ফটিকছড়িতে মব সৃষ্টি করে কিশোরকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশনের অবস্থা এমন হয়েছে, আপনি বিএনপি নেতার ঘরে গিয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন, কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন না। এই নির্বাচন কমিশন বিএনপির চেয়ে আরও বড় বিএনপি হয়ে গেছে। এখনও তারা (বিএনপি) ক্ষমতায় আসেনি। কিন্তু ক্ষমতায় আসবে দেখে একেবারে চাটার মতো করে দলান্ধ হয়ে একটা পার্টিকে তারা (নির্বাচন কমিশন) সার্ভ করে যাচ্ছে।’

রুমিন ফারহানা ও তার অনুসারীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের সংঘটিত বিষয়ে তিনি বলেন, ‘আর দেখলাম রুমিন ফারহানা, বিএনপির একজন সিনিয়র নেত্রী, আমি যথার্থ সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, তিনি গুণ্ডা স্টাইলে হাত দিয়ে ইশারা করে তার নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছেন। একজন সিনিয়র নেতার যদি গুণ্ডার মতো অবস্থা হয়, সন্ত্রাসীর মতো অবস্থা হয়, আল্লাহ জানে তাদের নেতাকর্মীদের কার কী অবস্থা।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘হুঁশিয়ার করে বলতে চাই, আমরা আপনাদের শত্রু হতে আসিনি, আমরা বন্ধু হতে এসেছি। আপনারা নির্বাচন কমিশন দখল করবেন না। আপনারা মানুষের মন দখল করেন, জনগণের হৃদয় দখল করেন। আর যদি সেটা করতে না পারেন, যা করার আমরাই করব। আপনারা জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, আমাদের সহযোদ্ধা। সেজন্য আমরা এখনও পর্যন্ত সভা, সেমিনার, মানববন্ধনের মধ্যে আছি। কিন্তু আমরা যদি দেখি এই মব বন্ধ না হয়, সন্ত্রাস এবং হামলা বন্ধ না হয়, তাহলে আমরা আবার জুলাইয়ের মতো করে আন্দোলনে নামব।’

ফটিকছড়িতে চোর সাজিয়ে কিশোরকে পিটিয়ে হত্যার প্রসঙ্গে আরিফ মঈনুদ্দিন বলেন, ‘পুলিশকে বলতে চাই, আপনারা কি থানায় বসে বসে ঘাস কাটেন? আপনারা জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করেন। আপনারা জনগণের রক্ত-ঘামের টাকায় চাকরি করেন। একজন লোককে, বাংলাদেশের একজন নাগরিককে যখন ঘণ্টার পর ঘণ্টা ধরে বেধড়কভাবে পেটানো হয়, আপনারা কি তখন থানায় বসে বসে আঙ্গুল চুষেন?’

মব সন্ত্রাস বন্ধে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, পাঁচ আগস্টের পর থেকে যত ধরনের মব হয়েছে, সব মবের জন্য গণঅভ্যুত্থানের সরকারের, প্রফেসর ইউনূসের সরকার এবং তার প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ দায় আছে। তারা ঘটনা জানার পরও, তাদের বলার পরও তারা সঠিক সময়ে হাজির হয় না। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের যদি আরেকবার রাস্তায় নামতে হয়, আপনাদেরও আমরা হেলিকপ্টার ধরিয়ে দেব। আপনাদের আমরা যথেষ্ঠ সময় দিয়েছি। আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না।’

মানববন্ধনে ফটিকছড়িতে নিহত কিশোর রিহান উদ্দিন মাহিনের মা খাদিজা আক্তার এবং এনসিপির মহানগর, উত্তর ও দক্ষিণের নেতারা বক্তব্য দেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top