ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে এক সময় সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকারা দীর্ঘদিন আধিপত্য বিস্তার করেছেন। তাদের পর কে হবেন টাইগার ক্রিকেটের বড় সুপারস্টার—এ নিয়ে সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সেই প্রশ্নে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম এগিয়ে রাখলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী।
চলতি বিপিএলে অংশ নিচ্ছেন না রিশাদ হোসেন। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। সেখানে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে ইতোমধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই টাইগার লেগ স্পিনার।
শনিবার সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে এসে রিশাদের বিগ ব্যাশে খেলা প্রসঙ্গে মঈন আলী বলেন, এই সিদ্ধান্ত রিশাদের ক্যারিয়ারের জন্য খুবই ইতিবাচক। তার মতে, “বিগ ব্যাশে খেললে সে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করবে, যা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সম্পদ হয়ে উঠবে। সে একজন তরুণ ও প্রতিভাবান লেগ স্পিনার।”
মঈন আলী মনে করেন, রিশাদ শুধুমাত্র একজন মানসম্পন্ন বোলারই নন, বরং তার মধ্যে ভবিষ্যতে বাংলাদেশের বড় তারকা হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, রিশাদ ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছে এবং সামনে তাকে নিজের নামটা আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে হবে।
বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার কে হতে পারেন—এমন প্রশ্নে মঈনের উত্তর ছিল স্পষ্ট। তিনি বলেন, “ভালো অনেক তরুণ খেলোয়াড় আছে, তবে আমার চোখে রিশাদই সেই খেলোয়াড়, যে ভবিষ্যতে বড় তারকায় পরিণত হতে পারে।”
এ সময় রিশাদের উদ্দেশ্যে কিছু পরামর্শও দেন এই ইংলিশ অলরাউন্ডার। তিনি বলেন, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও আরও পরিশ্রম করতে হবে। সুযোগ পেলে বিগ ব্যাশসহ বিভিন্ন আন্তর্জাতিক লিগে খেলে শেখার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মঈনের ভাষায়, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই—এই পথেই রিশাদকে এগিয়ে যেতে হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






