রিয়াদে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে জাহিদ জনি নামে এক বাংলাদেশি তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, (৭ জুন ) বিকালে রিয়াদ নগরীর এয়ারপোর্টের কাছাকাছি একটি জায়গায় মেট্রোরেলের একটি সাইটে কাজ করছিলেন। সাইটে কাজ করার সময় এক ফিল্টার ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিলেন জাহিদ জনি। পানির ফিল্টার ফ্রিজটি বিদ্যুৎ শর্ট করলে এ তরুণ রেমিট্যান্স যোদ্ধা ঘটনাস্থলে মারা যান।

প্রতিবেশি প্রবাসী রায়হান জানান, গত ৪ বছর ধরে জাহিদ জনি রিযাদ নগরীর হাইয়াল ওজারা এলাকায় থাকতেন। তিনি দুপুরে বাসা থেকে ভাত খেযে কাজে যান সেখান বিদ্যুতায়িত হয়ে বিকালে মারা যান।

রিযাদ প্রবাসী জাহিদ জনির গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাজোহারা গ্রামের আবদুর রশিদের পুত্র।

Scroll to Top