চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাইকারি বাজার খ্যাত রিয়াজউদ্দিন বাজার সয়লাব নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশুখাদ্যে। এসব বিক্রির অভিযোগে পাইকারি বাজারটির ১১ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশু খাদ্য বিক্রির অভিযোগে ১১টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আব্দুর রহিম।
আজ বুধবার (২৩ জুলাই) র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১টি নকল লাক্স সাবান এবং ২ কেজি মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
জব্দকৃত সব পণ্য ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তারা।
চাটগাঁ নিউজ/জেএইচ