রিয়াজউদ্দিন বাজারে নকল চাল ও কাশ্মীরি মরিচ, জরিমানা আড়াই লাখ

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফরচুনের নকল চাল এবং কেমিক্যাল রং মেশানো মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচ নামে বিক্রি করায় তিন দোকানিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top