রাষ্ট্রে জনগণের ক্ষমতা বাড়াতে চায় বিএনপি: আমির খসরু

চাটগাঁ নিউজ ডেস্ক: রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইন্সটিটিউট প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বিএনপি একটি “রংধনু নেশন” গড়তে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘এদেশের সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে, যেখানে থাকবে না ধর্ম, বর্ণ কিংবা গোত্রের কোনো বৈষম্য।’

এ সময় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ও পার্বত্য চট্টগ্রামবাসীদের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে জনগণের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংঘ দানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ও ধর্মগুরুরা অংশগ্রহণ করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top