চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ বছর সরকারি কোষাগারে ১ হাজার ৮০৪ কোটি টাকা জমা দিয়েছে। এর মধ্যে ভ্যাট বাবদ ৮০৯ কোটি এবং ট্যাক্স বাবদ ৭৯৫ কোটি টাকা দিয়েছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনকে এককালীন ২০০ কোটি টাকা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক।
তিনি জানান, রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণও প্রতি বছর বাড়ছে।
কর্তৃপক্ষ জানায়, রাজস্ব আয় ও রাজস্ব প্রবৃদ্ধি উভয় ক্ষেত্রেই বড় ধরনের সাফল্য দেখিয়েছে বন্দর। ২০২১-২৫ এই পাঁচ বছরে বন্দরের রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে গড়ে ১৩ দশমিক ০৮ শতাংশ। একই সময়ে রাজস্ব উদ্বৃত্তের প্রবৃদ্ধি হয়েছে গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ। এই সাফল্য এসেছে সেবার মান অক্ষুণ্ন রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মাধ্যমে। জাতীয় উন্নয়নে বন্দর আরও কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ






