রাষ্ট্রপতির অপসারণের দাবিতে SAD’র বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক: গণঅভ্যুত্থানের স্পিরিটবিরোধী রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর মুজিববাদিদের হামলার প্রতিবাদে মিছিল, সমাবেশ করেছে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD)।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর ষোলোশহর রেলস্টেশনে এই প্রতিবাদ সভা করে সংগঠনটির সদস্যরা। পরে ২নং গেট এলাকায় প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেন তারা।  বীর চট্টলার ছাত্র-জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে দুটি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়।

SAD’র আহ্বায়ক জুবাইরুল হাসান আরিফ বলেন, মুজিববাদি সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। যতবার তারা মুক্ত বাতাসে ঘুরবে ততবার জনতা তাদের ধরে পুলিশের হাতে সোপর্দ করবে।

SAD’র সদস্য সচিব আবির বিন জাবেদ বলেন, ষোলোশহর থেকে রাজপথ বেশি দূরে নয়। বীর চট্টলার জনগণ প্রয়োজনে বারবার রাজপথে নামবে।

জগলুল আহমেদ বলেন, আওয়ামী লীগ এর রাষ্ট্রপতি চুপ্পু এখনও কীভাবে বহাল তবিয়তে থাকে!

এতে আরও বক্তব্য রাখেন, স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির সদস্য, জমির উদ্দিন, তৌহিদুল ইসলাম। এতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ‘জাস্টিস ফর জুলাই’ এর সদস্যগণ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top