সিপ্লাস ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা।
পূর্বঘোষণা অনুযায়ী রোববার এই বৈঠক হওয়ার কথা ছিলো। তবে বৈঠকটি আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।
শুরু হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা চলছে। একাদশ সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর হওয়ার পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি।
এর আগের ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
নির্বাচন কমিশনও ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে কমিশনের কর্মকর্তারা এর আগে জানিয়েছেন।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন কমিশনের কর্মকর্তারা।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল আট নভেম্বর। তফসিল ঘোষণায় ২৩শে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক করা হলেও ১২ নভেম্বর পুনঃতফসিলে তা পিছিয়ে ৩০শে ডিসেম্বর নির্ধারিত হয়।