রাষ্ট্রদ্রোহ মামলায় কথক দাশের দুই দিনের রিমান্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গ্রেফতার ডা. কথক দাশ (৪০) একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মাইক্রো, লেজার ও ফ্যাকো সার্জন এবং বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট। এ ছাড়া সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। একই রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী হিসেবেও তিনি পরিচিত।

এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাজ্যে যাবার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কোতোয়ালী থানায় আনা হয় কথক দাশকে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় কথক দাশ এজাহারভুক্ত আসামি। গ্রেফতার ওই চিকিৎসককে পুলিশ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

২০২৪ সালের ৩০ নভেম্বর নগরীর কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সনাতনী জাগরণ মঞ্চের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ফিরোজ নামে স্থানীয় এক বিএনপি নেতা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top