রাউজান প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি. মান্টিটস্কি বলেন, রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। রাশিয়া বাংলাদেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জোরালোভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া স্কলারশীপের মধ্যদিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
৯ জুন (রবিবার) সকাল ১০ টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফজল করিম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাশিয়ান ফেডারেশনের অনারারী কনসাল জেনারেল প্রকৌশলী আশিক ইমরান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া।
এর আগে সকাল ১০টায় তিনি বিদ্যালয়ে পৌঁছালে তাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিচালকবৃন্দ।
সৈয়দ কাউছারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, রাঙ্গুনিয়া সার্কেলের পুলিশ সুপার হুমায়ন কবির আওয়ামী লীগ নেতা মঞ্জুর হোসেন, কামাল উদ্দিন, ওসমান গণি, আলহাজ্ব মোহাম্মদ শফি, সাংবাদিক মীর আসলাম, সাজ্জাদ হোসেন দুলু, প্রধান শিক্ষিকা সালমা আক্তারসহ আরও অনেকেই।
মতবিনিময় শেষে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার, সুসজ্জিত শ্রেণীকক্ষে পাঠদান পদ্ধতি পরিদর্শন করেন। পরে চালের রুটির পিঠা, কর্ণফুলীর চিংড়ি, দেশি মুরগী, জাতীয় ফল, লিচু, আনারসসহ নানা মুখরোচক খাবারে মধ্যাহ্নভোজ সারেন। পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে রাশিয়ার পক্ষ থেকে স্মৃতিস্মারক স্বরূপ বৃক্ষের চারা রোপন করা হয়।
চাটগাঁ নিউজ/জয়নাল/এসএ