রাশিয়ার দুই অস্ত্র ভাণ্ডারে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দুই অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটি। যা নির্দেশ করছে রাশিয়ার ভেতরে হামলা চালানোর সক্ষমতা বেড়েছে কিয়েভের।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, হামলাগুলো চালানো হয়েছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের তিকোরেস্ক এবং পূর্বাঞ্চলের তেভারের ওকতাব্রাস্কির অস্ত্র ভাণ্ডারে। এরমধ্যে তিকোরেস্কেরটি রাশিয়ার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ ভাণ্ডার ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের কাছে খবর ছিল একটি ট্রেনে করে দুই হাজার টন অস্ত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। যারমধ্যে উত্তর কোরিয়া থেকে আসা অস্ত্রও ছিল। হামলার সময় ট্রেনটি অস্ত্র ভাণ্ডারে ছিল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ইউক্রেনের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

নাম প্রকাশ না করার শর্তে এক ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। তবে শুরুর দিকে রাশিয়ার ভেতর হামলা চালাত না ইউক্রেন। তবে গত কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি পায় তারা। এরপর থেকেই রাশিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে দেশটি।

সূত্র: রয়টার্স

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top