রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারে রেলওয়ের এক স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে অর্ধলক্ষের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে তিনটি হাসপাতালে চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জেলা চকরিয়া উপজেলার শাহাবিল স্টেশন থেকে বদরখালী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আক্তার হোসেন। তিনি রামু রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার হিসেবে কর্মরত বলে জানা গেছে।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, আক্তার হোসেন বোন জামাইয়ের টাকা নিয়ে যাচ্ছিলেন। ইলিশিয়া লম্বা রাস্তায় তার গাড়ির গতিরোধ করে একদল ছিনতাইকারী। পরে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং এর কিছুক্ষণ পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top