রামুতে মাটি বহনকারি ডাম্পার খাদে পড়ে চালকের মৃত্যু

শেয়ার করুন

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুতে মাটিভর্তি ডাম্পার চালিয়ে ব্রিক ফিল্ডে যাচ্ছিল, পথিমধ্যে ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কলিম উল্লাহ নামের এক চালকের মৃত্যু হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাম্পার চালক উখিয়ারঘোনা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ।কলিম উল্লাহ গত ১০ মাস আগে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী সন্তান সম্ভবা।

উখিয়ারঘোনার এলাকার গ্রাম পুলিশ মোহাম্মদ ফোরকান জানান, নিহত সিরাজুল হক মঙ্গলবার  দিবাগতরাতে মাটিভর্তি ডাম্পার চালিয়ে ব্রিক ফিল্ডে যাচ্ছিলেন, পথিমধ্যে ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সে ডাম্পারের নিচে চাপা পড়ে।

স্থানীয়রা খবর দিলে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  ও থানা পুলিশ এসে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার আছরের নামাজের পরে তচ্ছাখালী জামে মসজিদ মাঠে নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান,গতরাতে এই ঘটনাটি ঘটে,পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top