রামুতে বিদেশি মদসহ দুই যুবক আটক

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গম জনপদ ঈদগড়ে অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করে ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম।

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ মনির ইসলামের নেতৃত্বে নায়েক রাশেদ, পুলিশ সদস্য নারায়ন চন্দ্র ও গিয়াসউদ্দিন ঈদগড় বদরমোকাম এলাকায় একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতরে অভিনব কায়দায় দুইটি বস্তায় নেওয়া বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুই যুবককে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতারপাড়া এলাকার আবুল হাসেমের পুত্র রিদোয়ান হোসেন হৃদয় (১৮) ও গর্জনিয়া ইউনিয়নের ক্যাজর বিল এলাকার মফিজুল আলমের পুত্র সিএনজি চালক শহিদুল ইসলাম (২০)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রামু উপজেলার গর্জনিয়া থেকে অবৈধ বিদেশি মদগুলি ঈদগাঁও নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন। বিদেশি মদসহ আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমএসআই

 

Scroll to Top