রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার (২৪ জুন) দুপুর ১টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়কে পুষ্পস্তবক দিয়ে, উপজেলা পরিষদে স্বাগত জানান ইউএনও মো. রাশেদুল ইসলাম।
সোমবার দুপুর ১২ টায় নবনির্বাচিতদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাফর আলম চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় রামুবাসীর প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতা কামনা করে বক্তৃতা করেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ সিকদার। সভায় মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা আবদুল হক, কোরআন তেলাওয়াত করেন, হাফেজ আবুল মঞ্জুর।
উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো বক্তৃতায় রামুবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ওয়াদা করছি আগামী পাঁচ বছর উপজেলা পরিষদে কোন প্রকার ভুয়া প্রকল্প হবে না। আমি কোন প্রকার দুর্নীতির আশ্রয় নেবো না। আমার কাছেও কোন সময় কেউ অন্যায় আবদার নিয়ে আসবেন না।
রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামশুল আলম, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গনী, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
দায়িত্ব গ্রহন উপলক্ষে সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের লোকজন উপজেলা পরিষদ চত্ত্বরে উপস্থিত হন এবং আলোচনা সভায় যোগ দেন। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চাটগাঁ নিউজ/কফিল/এআইকে