রামুতে অবৈধ অস্ত্র কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর এক রুদ্ধশ্বাস অভিযানে ফাঁস হলো অবৈধ অস্ত্র তৈরির একটি গোপন কারখানা। গভীর পাহাড়ের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত এই কারখানা থেকে বিপুল পরিমাণ গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের একটি গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ‘আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া’ নামক একটি দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অসাধু ব্যক্তি গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ একটি আভিযানিক দল ভোর সাড়ে ৬টার দিকে ওই আস্তানাটি ঘিরে ফেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩–৪ জন অস্ত্র কারিগর ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান শেষে সকাল সাড়ে ৮টার দিকে আস্তানাটি তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শটগানের খালি খোসা, বন্দুকের ২টি বাট, ৩টি ট্রিগার বক্স, ৬টি লম্বা পাইপ (নল হিসেবে ব্যবহৃত), অস্ত্র তৈরির জন্য বিশেষায়িত ১টি হাওয়ার মেশিন ও ১টি শান দেওয়ার মেশিন, করাত, হাতুড়ি, প্লাস, বাটাল, করাত ব্লেড এবং ৭টি ছোট-বড় রেতসহ বিভিন্ন যন্ত্রাংশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, দুর্গম পাহাড়ি এলাকাকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র অপরাধীদের জন্য দেশীয় অস্ত্র সরবরাহের ছক কষছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রামু থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top