চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে বিষপানে সোমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলের কোন এক সময় বিষপান করেন সোমা।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতে তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
সোমা ওই উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুরে। সোমা ওই গ্রামের আবদুল মালেকের মেয়ে।
নিহতের স্বজন মো. মনতাজ উদ্দিন জানান, ৮ বছর আগে সোমার সাথে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন আবু তাহের। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কি কারণে সোমা বিষপান করেছে তা কেউ বলতে পারেনি। তাদের মেয়ে সোমা বিষপান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এমন সংবাদ পেয়ে তারা ছুটে আসেন পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
রামগড় থানার এসআই মহসিন মোস্তফা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এ ঘটনায় রামগড় থানায় একটি অপমৃত্যর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ