চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ মুন্নি আক্তার (৪২) ও প্রিয়া রানী মালাকার (৫০) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে রামগড় বাজার বাসস্ট্যান্ডের সামনে থেকে দেশীয় তৈরী ৬০ লিটার চোলাই মদসহ এই দুই কারবারি গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুন্নি আক্তার চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকার বাসিন্দা আজহার উদ্দিনের স্ত্রী এবং প্রিয়া রানী মালাকার একই থানার কৈবল্যধাম এলাকার বাসিন্ধা রতন মালাকারের স্ত্রী।
জানা গেছে, গ্রেপ্তার মুন্নি আক্তারের বিরুদ্ধে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন থানায় দশটি এবং প্রিয়া রানী মালাকারের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে স্যালাইন ও পলিথিনের প্যাকেটে করে পরিবহনের উদ্দেশ্যে আনা ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। রামগড় থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ