রাবি-প্রবিতে ভিসি নিয়োগের দাবি, ৭২ ঘন্টার আল্টিমেটাম

রাঙামাটি প্রতিনিধি: দীর্ঘ ৫ মাসেও পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি অনুপস্থিত। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানটিতে চলমান শিক্ষা কার্যক্রমে অস্থিরতা সৃষ্টি হয়েছে। অবিলম্বে ভিসি নিয়োগের দাবিতে সোমবার বেলা ১১টা থেকে প্রায় আড়াই ঘন্টা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করে বনরূপা পেট্রোল পাম্পের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বাস সড়কে পার্ক করে বিক্ষোভ করা শুরু করে।

এদিকে এই আন্দোলনে পুরো রাঙামাটি শহরে তীব্র যানজটের পাশাপাশি দূর্ভোগময় পরিস্থিতিতে পড়ে নাগরিকরা। উদ্ভূদ পরিস্থিতিতে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন ও রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মারূফ আহামেদ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসলে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্ঠার দপ্তরের সাথে কথা বলেন তারা।

এক পর্যায়ে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর নেতৃত্বে বিএনপির একটি দল ঘটনাস্থলে যায়। এসময় তারা সকলেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আগামী বুধবারের মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের আশ্বাস প্রদান করেন। এসময় শিক্ষার্থীরা তাদের কর্মসূচী বুধবার পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয়।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক থেকে প্রাপ্ত তথ্যানুসারে আমি তোমাদেরকে আশ্বস্ত করছি বুধবারের মধ্যেই ভিসি নিয়োগ সম্পন্ন করা হবে। অন্যথায় আগামী বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো রাঙামাটি জেলায় অবরোধ কর্মসূচী পালন করবো আমরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘসময় ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগসহ নানা ধরনের জটিলতা দেখা দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই। সরকার আমাদের নিয়ে কোনো চিন্তাই করছে না। তাই আমরা সবাই বনরূপায় একত্র হতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ থেকে ডিসির মাধ্যমে উপদেষ্টাদের জানাতে চাই। ৭২ ঘন্টার মধ্যে আমাদের ভিসি দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাব।

চাটগাঁ নিউজ/আলমগীর/ইউডি 

Scroll to Top