রানওয়েতে পড়ে বিধ্বস্ত পোলিশ যুদ্ধবিমান, পাইলট নিহত (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। বিমানটি ছিল পোলিশ এয়ার ফোর্সের অভিজাত ‘টাইগার ডেমো’ অ্যারোবেটিক দলের অংশ, যারা রাডম এয়ার শোর মহড়া চালাচ্ছিল।

সামরিক বাহিনী নিশ্চিত করেছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (জিএমটি ৫টা ২৫ মিনিট) ওয়ারশ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে রাডম এয়ার বেসে এ দুর্ঘটনা ঘটে। উচ্চগতির ব্যারেল রোল ম্যানুভার করার সময় বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দর্শকদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি পূর্ণ আফটারবার্নারে হঠাৎ নিচে নেমে আসে এবং ম্যানুভার সম্পন্ন করতে ব্যর্থ হয়ে রানওয়েতে আঘাত হানে। মুহূর্তেই আগুন ও ধোঁয়ার বলয় আকাশে উঠে যায়, আর জ্বলন্ত বিমানের ধ্বংসাবশেষ রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও, পাইলটকে মৃত ঘোষণা করা হয়। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ এ ঘটনাকে “বিমানবাহিনী ও সমগ্র সেনাবাহিনীর জন্য এক অপূরণীয় ক্ষতি” বলে আখ্যা দেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও একে “শোকাবহ ট্র্যাজেডি” হিসেবে বর্ণনা করেন।

নিহত পাইলট হলেন মেজর মাজেই ‘স্ল্যাব’ ক্রাকোভিয়ান, পোল্যান্ডের অন্যতম অভিজ্ঞ অ্যারোবেটিক ফ্লায়ার ও টাইগার ডেমো টিমের প্রধান প্রদর্শক। আয়োজকদের তথ্য অনুযায়ী, তার এফ-১৬ ফাইটিং ফ্যালকন প্রদর্শনী এবারের শোর প্রধান আকর্ষণ হওয়ার কথা ছিল, যেখানে চরম গতি, নিখুঁত কৌশল ও উচ্চ চাপ সহ্য করার ক্ষমতা দেখানো হতো।

সেনা কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত বিমানটি পোজনানের কাছে ৩১তম ট্যাকটিক্যাল এয়ার বেসের অন্তর্গত ছিল। ঘটনায় কেউ আহত হননি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার দিনটি ছিল পোলিশ এভিয়েশন ডে এবং মাত্র কয়েকদিন পরই শুরু হওয়ার কথা ছিল ইউরোপের অন্যতম বৃহৎ এয়ার শো রাডম এয়ার শো, যেখানে আন্তর্জাতিক দলসহ হাজারো দর্শক অংশ নিতেন। তবে এই মর্মান্তিক ঘটনায় আয়োজকরা অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দিয়েছেন। সূত্র: আরটি

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top