সিপ্লাস ডেস্ক: রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের কক্সবাজার রেল পথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কক্সবাজারে নব নির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এদিকে রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কক্সবাজার শহরের ঝিলংজায় ঝিনুকের আদলে তৈরি এশিয়ার সর্ব বৃহৎ আইকনিক রেল স্টেশনকে সাজানো হয়েছে মনোরমভাবে।
এখানে যাত্রা শুরুর অপেক্ষায় রয়েছে নতুন একটি ট্রেন। এর আগে রোববার পর্যটন শহর কক্সবাজারে প্রথম পৌঁছায় আরো একটি ট্রেন। যে ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে কক্সবাজার অভিমুখে যাত্রা শুরু করেছিল পরীক্ষামূলকভাবে।
স্বপ্নের এই ট্রেন যাত্রার দৃশ্য দেখতে দীর্ঘ রেলপথ এবং বিভিন্ন স্টেশনে জড়ো হন বিপুল মানুষ। এটির সফল যাত্রার পর বুধবার কক্সবাজার পৌঁছে নতুন বগি সংযুক্ত আরও একটি ট্রেন। শনিবার প্রধানমন্ত্রী এই ট্রেনে চড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বহুল প্রতিক্ষিত রেল লাইন প্রকল্পের।