ক্রীড়া ডেস্ক: বছরের শেষ আন্তর্জাতিক সূচির শুরুটা হয়েছে একদিন আগেই। বাংলাদেশ খেলেছে মালদ্বীপের বিপক্ষে। তবে বাংলাদেশের দর্শক কিংবা বিশ্বব্যাপী আন্তর্জাতিক সূচির বড় ম্যাচটা মাঠে গড়াচ্ছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মাঠে নামছে ব্রাজিল। আর পুব আকাশে সূর্য যখন উঁকি দেবে, সেই ভোর সাড়ে ৫টায় মাঠে নামবে আর্জেন্টিনা।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভিন্ন ম্যাচে মাঠে নামছে এই দুই চির-প্রতিদ্বন্দ্বী। নিজেদের ১১তম ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের ঘরের মাঠ ডিফেন্সরস দেল চাকো স্টেডিয়ামে।
দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে স্কালোনি শিষ্যরা। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭ জয়ে ২২ পয়েন্ট আলবিসেলেস্তেদের। মেসি বাহিনী টেবিলে সবার ওপরে। তবে প্যারাগুয়ে শিবিরে ঠিক উল্টো সুর। ১০ ম্যাচ খেলে মাত্র তিন জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান দেশটির। বিশ্বকাপের মূল পর্বের খেলার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।
ইতোমধ্যে এই ম্যাচ ছড়িয়েছে বাড়তি উত্তাপ। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে কোনো দর্শক প্রবেশ করতে পারবে না। ঘরের মাঠের পূর্ণ সুবিধা নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে।
আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের ম্যাচের আগেই রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার ঘরের মাঠ মাতুরিন মনুমেন্টাল স্টেডিয়ামে। বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অক্টোবরের উইন্ডোতে দুই ম্যাচে জয় পেলেও সবমিলিয়ে মাত্র ৫ জয় তাদের।
১০ ম্যাচ খেলে পাঁচ জয় নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে সেলেসাওরা। অন্যদিকে ২ জয় আর ৫ ড্র নিয়ে ভেনেজুয়েলা অবস্থান করছে টেবিলের ৮ম স্থানে। পয়েন্ট টেবিলের পাশাপাশি মুখোমুখি লড়াই বিবেচনাতেও এই ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে দোরিভালের দল ব্রাজিল।
ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচ দিয়ে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচে হ্যাটট্রিকের দেখা পান এই ব্রাজিলিয়ান। এই ম্যাচে বাড়তি নজর থাকবে তার ওপর। এই উইন্ডোতে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। অক্টোবরের মতো নভেম্বরেও দুটি ম্যাচই জিতলে পয়েন্ট তালিকার দুইয়ে ওঠার সম্ভাবনা আছে সেলেসাওদের। তবে সেক্ষেত্রে অন্যান্য ফলাফল থাকতে হবে ব্রাজিলের পক্ষে।
আগামী বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ছয়টি দল। সপ্তম দলেরও সুযোগ থাকবে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার।
চাটগাঁ নিউজ/জেএইচ