ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়নের মির্জারহাট বাজারে ভোরের আলো ফোটার আগেই নেমে এসেছে অশনি সংকেত। প্রতিদিনের মতো গাড়ি রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন মালিকরা। কিন্তু সকাল হতেই দেখা গেল—গাড়ি নেই, শূন্য পার্কিং। রাতের আঁধারে চোরের দল কেড়ে নিয়েছে জীবন-জীবিকার একমাত্র ভরসা।
গত সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে বাজারের পশ্চিম পাশে জেবল হোসেন বাড়ির পার্কিং থেকে চুরি হয়ে যায় তিনটি সিএনজি অটোরিকশা। এর মধ্যে একটি গাড়ি পরে দক্ষিণ পাশে ফেলে যায় চোরেরা। তবে মালিক নাছির ও তসলিমের দুটি গাড়ি এখনো ফেরত মেলেনি।
‘ঋণ করে গাড়ি কিনেছি, এখনো কিস্তি শোধ হয়নি। হঠাৎ গাড়ি হারিয়ে গেল—কীভাবে সংসার চালাবো?’—আক্ষেপ করে বললেন ক্ষতিগ্রস্ত মালিকদের একজন নাছির।
গাড়ি হারানোর বেদনা শুধু মালিকদের নয়, পুরো এলাকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
স্থানীয়রা জানান, ফটিকছড়ি ও ভূজপুর এলাকায় দিন দিন চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। কখনো সিএনজি বা মোটরসাইকেল, কখনো কৃষকের গরু, আবার কখনো মসজিদের মোটর কিংবা দানবাক্স পর্যন্ত নিরাপদ নেই। ‘চুরি-ডাকাতি যেন এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অথচ প্রতিকার নেই’—অভিযোগ এলাকাবাসীর।
এমন পরিস্থিতিতে মানুষ আজ শঙ্কিত। দিনশেষে দরজা-জানালা বন্ধ করেও শান্তিতে ঘুমাতে পারছেন না তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত শুরু হয়েছে, চক্রকে শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, চুরি বন্ধে ফটিকছড়ি ও হাটহাজারীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
অন্যদিকে এলাকাবাসীর প্রত্যাশা শুধু টহল নয়, কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। কারণ, সিএনজি চুরির মতো ঘটনা কেবল কয়েকজন মালিকের ক্ষতি নয়, এটি গোটা এলাকার নিরাপত্তা ও শান্তি নষ্ট করছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন