পড়া হয়েছে: ৪৪
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উবাচ মারমা। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন ২ হাজার ১৮ ভোট।
মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রে ভোটারের ভিড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র ছিল অনেকটা ফাঁকা। তবে নারী ভোটার ছিল দেখারমত।
চাটগাঁ নিউজ/ঝুলন/এসএ