রাজস্থলীতে ২১ লাখ টাকার সিগারেটসহ গ্রেপ্তার ৪

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যা ছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- বাঙ্গালহালিয়া ইউনিয়নের মৃত চিত্তরঞ্জনের ছেলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ, শফিপুর পাথরবন পাড়ার মো. সাজ্জাদ, শফিপুরের শহিদুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম ও রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে রনি তঞ্চঙ্গ্যা।

জানা গেছে, রাজস্থলীর মিতিংগা ছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি শিমুল মেম্বারের ব্যবহৃত গাড়ি তল্লাশি করে বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সাথে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও জানা যায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত এবং তারা সীমান্তবর্তী জুরাছড়ি উপজেলা থেকে এসব ভারতীয় পণ্য সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্রয় করে রাঙ্গুনিয়ার সরফভাটা শিলকসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। জব্দ করা বিদেশি সিগারেটের মধ্যে রয়েছে ৮ কার্টন ওরিস, ১০ কার্টন পেট্রোন ও ৫ কার্টন বেনসন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। রাজস্থলীতে পূর্বের ন্যায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top