কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে সিএনজি অটোরিকশার সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত এবং মা-সন্তানসহ ২ জন আহত হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে নয় টায় উপজেলার ইসলামপুর জামতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজস্থলীগামী সিএনজি অটোরিকশার সাথে বাঙ্গালহালিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৩ জন আহত হন। স্থানীয়রা তাদেরকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়ার পথে আহত হানিফ সওদাগর (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। এবং দুজন আহত হয়। এই ঘটনায় আহত মা ঞোনাইচিং মারমা (৩৫) এবং তার আড়াই বছরের সন্তান থুইনুচিং মারমা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, আমাদের হাসপাতালে রাজস্থলী থেকে সিএনজি দুর্ঘটনায় আহত ২ জন মা এবং সন্তানের চিকিৎসা চলমান রয়েছে। অন্যদিকে হাসপাতালে আনার আগেই নিহত হন মোঃ হানিফ সওদাগর নামের একজন।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন