রাজস্থলীতে নবজাতকের লাশ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে অজ্ঞাত পরিচয়ধারী এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে রাজস্থলী থানা পুলিশ। শুক্রবার ২৪ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার আবদুল আওয়াল ভূইয়া মাষ্টারের বাড়ির পুকুর ধার থেকে কন্যা শিশুটির লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে আওয়াল মাষ্টারের বাড়ীর ছেলে ওই পুকুরে পানি আনতে যায়। এক পর্যায়ে পুকুর ধারে নবজাতকের লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, উদ্ধার করা নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য আগামীকাল শনিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে । এ ব্যাপারে রাজস্থলী থানায় ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।

চাটগাঁ নিউজ/ঝুলন/ইউডি 

Scroll to Top