রাঙ্গুনিয়া আসনে ৬ প্রার্থী বৈধ, ৩ জনের বাতিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, যাচাই-বাছাই ও কাগজপত্র সংশোধনের সময় শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির হুমাম কাদের চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ টি এম রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান, জাতীয় পার্টির মো. মেহেদী রাশেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল্লাহ আল হারুন এবং খেলাফত মজলিসের মো. আবুল কালাম।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্র জানান, এবি পার্টির মো. আবদুর রহমানের সমর্থনকারীর স্বাক্ষর নাই, আয়কর সংক্রান্ত তথ্য নাই এবং ব্যক্তিগত অঙ্গীকার নামা না থাকায় বাতিল করা হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের বেলাল উদ্দিনের দলের মনোনয়ন সঠিক নেই এবং অঙ্গীকার নামা দাখিল না করায় বাতিল করা হয়েছে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়ার দলের মনোনয়ন সঠিক না থাকায় বাতিল করা হয়েছে।

জানা যায়, বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top